নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ ৪ ব্যক্তিকে ডাকাত সন্দেহে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় ১টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা, ১টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, এদিন ভোরে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাসেমের দোকান এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করেন।
গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মতিপুর গ্রামের পানিওয়ালা বাড়ির মো. সেলিমের ছেলে মো. রনি (২০), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিতারা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে আজমুল হোসেন ফরহাদ (২০), অশ্বদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমানের ছেলে জীবনুর রহমান ওরফে জীবন (২১) এবং নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শফিক মিয়ার বাড়ির শফি উল্যার ছেলে আক্তার হোসেন রনি (৩৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারে উপজেলার চর এলাহী ইউনিয়নের সীমান্তবর্তী ১ নম্বর ওয়ার্ডে ডাকাতির প্রস্ততিকালে স্থানীয়রা চারজনকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জয়দ্রত চাকমা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।