সিলেটে একটি চক্র সার্ভার হ্যাক করে অন্তত দেড় শতাধিক মানুষকে মডার্নার প্রথম ডোজের টিকা নেওয়ার জন্য মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৩ আগস্ট) রাতে সার্ভার হ্যাক করা হয়। এ ঘটনায় পরদিন শনিবার (১৪ আগস্ট) সকালে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পক্ষ থেকে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়রির (জিডি) আবেদন করা হয়। রোববার (১৫ আগস্ট) রাতে এসব তথ্য জানিয়েছেন সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
ডা. জাহিদুল ইসলাম জানান, কে বা কারা এ কাজ করেছে তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
জানা গেছে, গত শুক্রবার রাতে সার্ভার হ্যাক করে দেড় শতাধিক মানুষকে টিকা গ্রহণের জন্য মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হলে অনেকেই শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিকাকেন্দ্রে টিকা নিতে জড়ো হন। কিন্তু তাদের কাউকে টিকা দেওয়া হয়নি।
আগের রাতে সার্ভার হ্যাক হলেও শনিবার সকালে বিষয়টি ধরা পড়ার পর পর ঢাকায় অবগত করে আইডি বন্ধ করে নতুন আইডি চালু করা হয়েছে বলে জানিয়েছেন সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা।
ডা. জাহিদুল ইসলাম বলেন, একই সার্ভার দিয়ে বেশ কয়েক জায়গায় বসে কাজ হয়। এজন্য হয়তো কোনোভাবে কিছু হতে পারে। চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, এ ঘটনায় থানায় জিডি হয়েছে। কারা সার্ভার হ্যাক করেছে তা বের করার চেষ্টা চলছে।





































