• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সড়কে ঝরল তিন তরুণের প্রাণ


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৯:৩২ এএম
সড়কে ঝরল তিন তরুণের প্রাণ

বরগুনার পাথরঘাটায় দাঁড়িয়ে থাকা পিকআপের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাথরঘাটা উপজেলার লেমুয়া-কাকচিড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাকচিড়া ইউনিয়নের উত্তর রুপদন গ্রামের নাসির উদ্দিনের ছেলে মো. তানভির (১৭)। একই ইউনিয়নের জমিরতলা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে মো. সাকিব(২২) ও রায়হানপুর ইউনিয়নের খাসতবক গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. রাকিব (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে তিন বন্ধু উপজেলার লেমুয়া বাজার থেকে কাকচিড়া যাওয়ার পথে সড়কের পাশে থেমে থাকা পিকআপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, “নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানোর হইছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” 

Link copied!