• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

কর্ণফুলীতে সাম্পান উল্টে নারীর মৃত্যু


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১, ১২:৩৭ পিএম
কর্ণফুলীতে সাম্পান উল্টে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সাম্পান উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম লায়লা বেগম (৪২)। তিনি কর্ণফুলী উপজেলার ইছানগর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেন ওরফে লাল মিয়ার স্ত্রী। একই ঘটনায় স্থানীয়রা সাম্পান মাঝিসহ ১০ যাত্রীকে উদ্ধার করেছে ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট এলাকায় সাম্পানটিকে জাহাজে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বাংলাবাজার ঘাট থেকে একটি সাম্পান ১০ জন যাত্রী নিয়ে দক্ষিণ পাড়ে যাচ্ছিল। এ সময় প্রচণ্ড স্রোতে পাশে থাকা এমবি কেবলাতাইন-১৬ নামের একটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লাগে সাম্পানটির। দুর্ঘটনায় সাম্পানটি উল্টে মাঝি, ১০ যাত্রীসহ পানিতে পড়ে যায়। এ সময় স্থানীয় অন্যান্য মাঝিরা সবাইকে উদ্ধার করলেও লায়লা বেগম নামের ওই নারীর অবস্থা গুরুতর ছিল। পরে তাকে আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদরঘাট নৌ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিউটন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!