• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

নওগাঁয় সাবেক জামায়াত নেতাসহ গ্রেপ্তার ২


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৫:৩৩ পিএম
নওগাঁয় সাবেক জামায়াত নেতাসহ গ্রেপ্তার ২

নওগাঁর নিয়ামতপুরে সাবেক জামায়াত নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার সেফায়েতপুর গ্রামের নূর মোহাম্মদ মণ্ডলের ছেলে ও উপজেলা জামায়াতের ইসলামের সাবেক আমীর মাইনুল ইসলাম মিনু (৪৬) এবং উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমীর ও সমাসপুর গ্রামের মো.আমিরুল ইসলামের ছেলে মোহাম্মদ নাসিমুজ্জামান (২৮)।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, “তাদের বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। দীর্ঘদিন থেকে তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।”

Link copied!