• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ধানক্ষেতে যুবককে সাপের কামড়, ৩ দিন পর মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৪:৩৪ পিএম
ধানক্ষেতে যুবককে সাপের কামড়, ৩ দিন পর মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে সাপে কামড় দেওয়ার তিনদিন পর কাউসার ভূইয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বিল্লাল ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে (১৯ জুন) বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত কাউসার ভূঁইয়া চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের শালিপুর মধ্য গ্রামের মৃত ফালু হক ভূইয়ার ছোট ছেলে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জেলার চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের শালিপুর মধ্য গ্রামের মৃত ফালু হক ভূইয়ার ছোট ছেলে কাউসার ভূঁইয়াকে গত ১৬ জুন দুপুরের দিকে ধানক্ষেতের গরু তাড়াতে গেলে সাপে কামড় দেয়। ওইদিন বিকেলে পরিবারের লোকজন তাকে প্রথমে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন থাকার একদিন পর তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!