কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলের সময় বজ্রপাতে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচ সদস্য আহত হন।
বুধবার মধ্যরাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
আহতদের মধ্যে আছেন বিজিবির হাবিলদার মো. জসিম (৫২), সিপাহি নাদিম (২৮) ও শাহীন (২৮) এবং আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)। আহত আরেক বিজিবি সদস্যের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৬ এলাকার ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে টহল দিচ্ছিলেন একদল বিজিবি ও আনসার সদস্য। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা একটি টিনশেডে আশ্রয় নেন। একপর্যায়ে শেডের ওপর বজ্রপাত ঘটলে ছয়জন আহত হন।
আহতদের দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের মধ্যে গুরুতর দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজিবি দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি লুৎফর বলেন, ‘খবর পেয়ে রাতেই হাসপাতালে গিয়েছিলাম। বজ্রপাতে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।’
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































