শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া বাজারে ফ্রিজিং গাড়িভর্তি ২১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে ভোরে অভিযান চালানো হয়। সাদা রঙের একটি ফ্রিজিং গাড়ি দেখতে পেয়ে টহল টিম তাদের কাছে পৌঁছানোর আগেই চালকসহ ৪-৫ জন গাড়িভর্তি মাংস রেখে পালিয়ে যান। পরে গাড়ি ও জব্দ মাংস হলদিগ্রাম ক্যাম্পে নিয়ে আসে বিজিবি।
হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকয় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানে ব্যবহৃত গাড়ি ও মাংস জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জব্দ মাংস প্রাণিসম্পদ দপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































