নতুন করে আলোচনায় এসেছে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল। সম্প্রতি সীমান্তের শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া ও ফ্লাডলাইট স্থাপন নিয়ে প্রায় মুখোমুখি অবস্থানে যায় বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সেই উত্তেজনা ছড়ায় উভয় দেশের সীমান্তবাসীর মাঝে।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে কাঁটাতারে খালি কাচের বোতল ও মদের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ।
বুধবার (১৫ জানুয়ারি) উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে বাংলাদেশ-ভারতের প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৩৭ থেকে ৪৬ নম্বরের শূন্যরেখার শেষে অংশে এই চিত্র দেখা গেছে। সেখানে গত ১০ জানুয়ারি প্রায় ১ কিলোমিটারজুড়ে বিএসএফ ভারতীয় নির্মাণ শ্রমিকদের নিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় সাড়ে তিন থেকে ৪ ফুট উচু কাঁটাতারের বেড়া স্থাপন করে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের ১০ থেকে ১২ জন সদস্য শূন্যরেখায় নির্মিত কাঁটাতারের বেড়ার কাছে আসেন। এ সময় তারা ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৩৮ থেকে ৪৬ নম্বরের শূন্যরেখায় নির্মিত বেড়ার প্রায় এক কিলোমিটার অংশের তার গুলোতে ৮ থেকে ১০ ইঞ্চি মাপের কাঁচের খালি বোতল বেঁধে ঝুলিয়ে দিতে থাকেন। স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেন। দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল ঝোলাতে বিএসএফকে নিষেধ করেন। বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝুলাতে থাকে। একপর্যায়ে কাজ শেষ করে চলে যায়।




































