• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

বোতাম তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৩:২৭ পিএম
বোতাম তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি এলাকায় একটি বোতাম তৈরির কারখানায় আগুন লেগেছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ফেনাসেমিকন নামের বোতাম তৈরির কারখানায় এ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর, গাজীপুর মডার্ন ফায়ার স্টেশন ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ১টি ও গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ইউনিট যোগ দেয়।”

স্থানীয়রা জানান, ওই কারখানার মধ্যে কেমিক্যাল রয়েছে। কিছুক্ষণ পরপর বিকট শব্দে কেমিক্যাল ড্রামের বিস্ফোরণ হচ্ছে। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। বিশাল কুণ্ডলী পাকিয়ে ওপরের দিকে উঠছে। এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

Link copied!