বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “এমন কোনো দিন নাই আমাদের বাড়িতে পুলিশের তল্লাশি আর হামলা হয়নি। এমন কোনো দিন নাই আমরা এলাকায় ঘুমাতে পারছি বা থাকছি। কিন্তু সব জুলুমের শেষ আছে। আওয়ামী লীগ মনে করেছিল যতদিন তারা বেঁচে থাকবে ততদিন তারা ক্ষমতায় থাকবে। দেশের মানুষ তাদের জবাব দিয়ে দিয়েছে। মানুষের সমর্থন ও ভালবাসা থাকে তাহলে নেতা হওয়া যায়। তাহলে রাজনীতি করা যায়।”
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা স্কুল মাঠে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা, “আমরা ষড়যন্ত্র দেখতে চাই না, আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না। আমরা চাই না কোনো দুষ্কৃতকারী আবারও বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসার চেষ্টা করুক।”
রুমিন ফারহানা বলেন, “আমরা মাত্র দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। অনেক রক্ত, অনেক লাশ, অনেক গুম হয়ে যাওয়া ভাই, অনেক হারিয়ে যাওয়া মায়ের সন্তানের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি।”
বিএনপির এ নেত্রী আরও বলেন, “আমাদের নেতা বিএনপির তারেক রহমান বলেছেন, ‘এ সরকার আমাদের সরকার। এ সরকারকে কোনভাবেই ব্যর্থ হওয়া যাবে না।’ আমরা আশা করব এ সরকার গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে।”
সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম-সম্পাদক মমিনুল হক, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফুজায়েল চৌধুরী, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন উজ্জল ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































