• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৫:১৫ পিএম
সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু

নড়াইলে সাপের কামড়ে এনি রায় নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ভোর রাতে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনি রায় নড়াইল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের বিশংকর রায়ের মেয়ে।

জানা গেছে, এনি রোববার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে এনি বাবা-মাকে বলে তাকে কিছুতে কামড়িয়েছে এবং যন্ত্রণা করছে। এক পর্যায়ে বিছানার চাদর ও তোষক সরানোর সময় একটি বিষধর সাপ দেখতে পার তার পরিবার। পরে সাপের ছবিসহ তাকে রাত ২টার দিকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী বলেন, “রোগীকে হাসপাতালে আনতে অনেক দেরী হয়ে গেছে। আমরা অ্যান্টি ভেনমসহ সমস্ত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!