• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রামে খালে পড়ে আরও ১ শিশুর মৃত্যু


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৮:৩১ এএম
চট্টগ্রামে খালে পড়ে আরও ১ শিশুর মৃত্যু

চট্টগ্রামে খালে পড়ে মো. আব্দুল (৫) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ছোটপুল এলাকার রফিক সাহেবের কলোনির পাশের খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মো. আব্দুল হালিশহর এলাকার বাসিন্দা মো. কামালের ছেলে।

শিশুটির মা জানান, আব্দুল বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে হালিশহর থানাধীন বাদশা মিয়া ব্রিক ফিল্ড এলাকায় ছেলেটি নিখোঁজ হয়। শনিবার সন্ধ্যায় ছোটপোল এলাকার সিডিএ ৪ নম্বর আবাসিক এলাকার খালে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

ওসি ফজলুল কাদের আরও বলেন, “আমরা একটি অপমৃত্যুর মামলা করেছি এবং ঘটনা তদন্ত করছি।”

এর আগেও চট্টগ্রামে বিভিন্ন সময় খালে ও নালায় পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।

Link copied!