পঞ্চগড় থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ৬ শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় হানিফ কাউন্টার থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, ৬ শিশুসহ ওই ১১ রোহিঙ্গা পঞ্চগড় থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য দুপুরে শহরের ধাক্কামারা এলাকার হানিফ কাউন্টারে বাসের টিকিট কাটেন। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হানিফ কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নেয়।
আটককৃত রোহিঙ্গারা হলো কবির (২১), জুবাইরা বেগম (২০), ছুমাইয়া (১), ফয়জুল ইসলাম (৩৯), রেনুয়ারা বেগম (৩০), দিনু ইসলাম (১৫), উম্মে হাবিবা (১২), উম্মে কুলসুম (৯), উম্মে হারিস (৬), নজরুল ইসলাম (৪) ও আবু তাহের (২০)।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, ৬ শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে চট্টগ্রামের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে তারা কোথায় ছিল কবে আসবে এখনই বলা যাচ্ছে না।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































