মেহেরপুর ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আলম হত্যা মামলায় আলমের স্ত্রী সাফিয়া খাতুন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আসির উদ্দিন মণ্ডলের ছেলে খোকন, চুয়াডাঙ্গার শংকর চন্দ্রপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুকুল এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আসাদুল।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ৩১ জুলাই সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের জনৈক আসামের পাটক্ষেত কাছে রাস্তার ওপর অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ওই সময় মৃত ব্যক্তির দুই হাত কাঁচা পাট দিয়ে বাঁধা ছিল, গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো অবস্থায় পড়েছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠায়।
পরে নাম পরিচয় উদ্ধার হলে জানা যায় ওই অজ্ঞাত ব্যক্তি সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের হাতেম আলীর ছেলে আলম।
ওই ঘটনায় মেহেরপুর সদর থানার তৎকালীন এসআই শওকত আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৭-৮ জন অজ্ঞাত আসামি করা হয়।
পরে মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন বাড়াদী ক্যাম্প ইনচার্জ আব্দুস সালাম মিয়া প্রাথমিক তদন্ত শেষে ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
 
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































