• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

সড়ক সংস্কারের টাকা না পেয়ে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৬:০৪ পিএম
সড়ক সংস্কারের টাকা না পেয়ে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরে সড়ক মেরামতের অতিরিক্ত টাকা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ আগস্ট) রাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের আসমত আলী মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

অটোরিকশা চালকের নাম সফিক মোল্লা। তিনি ওই এলাকার মজিদ মোল্লার ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ উদ্ধার করেন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, বৃষ্টিতে স্থানীয় আসমত আলী সড়ক চলাচলের অনুপোযোগী হয়ে যায়। সম্প্রতি তৌহিদ ও মমিনসহ কয়েকজন যুবক নিজ খরচে ওই সড়ক মেরামত করেন। এরপর ওই সড়কে চলাচলকারী যানবাহন থেকে ১০০ টাকা করে তুলতে থাকেন তারা।

শুক্রবার বিকেলে অটোরিকশা চালক সফিক এবং মিন্টু নামে এক মোটরসাইকেল আরোহী যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। তখন তাদের কাছে ২০০ টাকা চাইলে তারা ১০০ টাকা দেন।

রাতে সফিক ফেরার পথে তারা আবারও তার কাছে ৫০০ টাকা দাবি করেন। কিন্তু সেই টাকা না দেওয়ায় তৌহিদ ও মমিনসহ সহযোগীরা তাকে বেদম মারধর করেন। পরে আহত অবস্থায় বাড়ি ফিরে কয়েকবার বমি করে মারা যান সফিক।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, সফিকের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!