• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে দোয়া


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ০৭:৫৪ পিএম
সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে দোয়া

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলায় সম্প্রতি বেড়ে গেছে সড়ক দুর্ঘটনা। প্রায় সময়ই এই মহাসড়কে ছোট বড় দুর্ঘটনা হয়ে থাকে। উপজেলার মঠবাড়ি বড় পুকুরপাড় এলাকাতেই এক সপ্তাহে ঘটেছে পাঁচটি সড়ক দুর্ঘটনা। এতে সাতজন নিহতসহ আহত হয়েছেন অন্তত ২৪ জন।

এলাকাটিতে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় এ থেকে রক্ষা পেতে মহাসড়কে দাঁড়িয়ে বিশেষ দোয়া মাহফিল করেছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে মঠবাড়ি জামে মসজিদের সামনে এ কর্মসূচিতে অংশ নেন গ্রামের শতাধিক মানুষ।

দোয়ায় অংশ নেওয়া আব্দুল বাতেন নামে একজন বলেন, এলাকাটিতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। মানুষ মারা যাচ্ছে। এলাকার মানুষও আতঙ্কের মধ্যে থাকে, কখন কি হয়ে যায়। এজন্য আল্লাহ যেন আমাদের এসব দুর্ঘটনা থেকে সবাইকে রক্ষা করেন সেজন্য দোয়ায় অংশ নিলাম।

আবদুল কাদির নামে একজন বলেন, এই সড়কে প্রায় সময় গাড়ি উল্টে যায়, এক গাড়ির সঙ্গে আরেক গাড়ির মুখামুখি সংঘর্ষ হয়, এতে অনেক সময় মানুষ মারা যায়, আহত হয়। এই দুনিয়ার মালিক আল্লাহ কাছে প্রার্থনা করি আর যেন কোনো দুর্ঘটনায় কোনো মানুষ মারা না যায়।

উজ্জল মিয়া নামে আরেক ব্যক্তি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কেউ যথাযথ দায়িত্ব পালন করছে না। এতে দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। তাই এর প্রতিকারের জন্য সৃষ্টিকর্তার কাছেই ফরিয়াদ জানালাম।

Link copied!