নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে আসমা বেগম (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ফতুল্লার পাগলা নন্দলালপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আসমা বেগম ফতুল্লার পাগলা নন্দলালপুর বটতলাস্থ আরিফ মিয়ার স্ত্রী।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, সাংসারিক বিষয় নিয়ে দুই দিন আগে ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। এ নিয়ে তাদের মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিহতের স্বামী কর্মস্থলে চলে যান। ঘরে একাই ছিলেন আসমা বেগম। দুপুর ১২টার দিকে প্রতিবেশী ডাকতে এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে নিহতের পরিবারের সদস্যদের জানালে তারা দরজার ফাঁক দিয়ে নিহতের ঝুলন্ত দেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এসআই নজরুল ইসলাম আরও জানান, সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরিবারের সদস্যরা তাকে জানিয়েছে তাদের ধারণা বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে আত্মহত্যা করতে পারেন ওই গৃহবধূ।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































