• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৩:৪৭ পিএম
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 

পাবনার সাঁথিয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা ও আগুন দিয়ে পুড়িয়ে লাশ বিকৃত করার দায়ে স্বামী আলমগীর হোসেনকে (৪০) মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (৫ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন সাঁথিয়া উপজেলার বাউসগাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর তারিখে যৌতুকের টাকা না পাওয়ায় রাতে আলমগীর তার স্ত্রী তাজরিনকে (২৮) শ্বাসরোধ করে হত্যা করেন। পরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে স্ত্রীর চেহারা বিকৃত করে দেন। বিষয়টি জানতে পেয়ে তাজরিনের ভাই সবুজ হোসেন সাঁথিয়া থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করে। 

১৮ সেপ্টেম্বর নিহতের ভাই বাদী হয়ে সাঁথিয়া থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আলমগীরকে হত্যায় অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। 

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে নিহতের স্বামী আলমগীরকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন। এসময় জরিমানার টাকা নিহতের নাবালিকা দুই মেয়েকে দেওয়ার নির্দেশ দেন বিচারক। অন্য ৭ জন আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।

Link copied!