• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২, ১ জ্বিলকদ ১৪৪৬

সুযোগ পেয়েও ঢাবিতে ভর্তি অনিশ্চিত দিনমজুর রবিউলের


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ১১:৪১ এএম
সুযোগ পেয়েও ঢাবিতে ভর্তি অনিশ্চিত দিনমজুর রবিউলের

বাবার সঙ্গে অন্যের জমিতে দিনমজুরের কাজ করেও লালমনিরহাট তিস্তা চরের মেধাবী ছাত্র রবিউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু অর্থের অভাবে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। 

কষ্টের সঙ্গে যুদ্ধ করে বেড়ে ওঠা অদম্য মেধাবী রবিউল ইসলামকে দমাতে পারেনি দারিদ্র্য। রবিউল এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু এ সাফল্যের খুশি মিলিয়ে যেতে বসেছে। উচ্চশিক্ষায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা। কোথায় পাবে টাকা—এমন শঙ্কায় রয়েছেন তার পরিবার।

মেধাবী রবিউল ইসলাম জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তার চরাঞ্চলের দিনমজুর আব্দুল কাইয়ম আলীর ছেলে। চার ভাই বোনের মধ্যে সবার ছোট রবিউল। 

দিনমজুর আব্দুল কাইয়ম জানান, একসময় জমি ও অর্থ সম্পদ ছিল। কিন্তু সর্বনাশা তিস্তা নদী তার সুখের পরিবারকে তছনছ করে দিয়েছে। ৮ থেকে ১০ বার নদী ভাঙনের কবলে পড়ে হারিয়েছে তার শেষ সম্বল। এখন মাথা গোঁজার ঠাঁই হয়েছে তিস্তার চরাঞ্চলে অন্যের জমিতে। ভাইবোনের মধ্যে রবিউল ছোট হওয়ার সবার আদরের। কিন্তু সে আদরের সন্তানকে অনেক সময় না খেয়েও থাকতে হয়েছে। তবু লেখাপড়া বন্ধ করেনি। অভাবের সংসারে বাবার সঙ্গে দিনমজুরের কাজ করায় নিয়মিত স্কুলেও যেতে পারেনি রবিউল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান বলেন, রবিউল অত্যন্ত মেধাবী একজন ছাত্র। তিনি তার উচ্চশিক্ষা গ্রহণে সবার সাহায্য-সহযোগিতা কামনা করছেন। একটু সহায়তা পেলে রবিউল লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে তিনি আশা করেন।

রবিউলের ইচ্ছে বিশ্বের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করবে। কিন্তু উচ্চশিক্ষা গ্রহণের শুরুতেই তার বড় বাধা হয়ে দাঁড়িছে অর্থ। তিনি উচ্চশিক্ষা গ্রহণে সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করছেন।

Link copied!