দৈনিক প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমানকে সপরিবার হত্যার হুমকি দেওয়া হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) ফোনে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি এই হত্যার হুমকি দেন।
ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন মাহবুবুর রহমান। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
মাহবুবুর রহমান বলেন, তিনি তার অফিসে কাজ করছিলেন। দুপুর ২টা ২ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোনে একটি কল আসে। কল রিসিভ করার পর কিছু বুঝে ওঠার আগে অপর প্রান্তে থাকা ব্যক্তি অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। অজ্ঞাতনামা ব্যক্তি তাকে একরাম (নোয়াখালী-৪ আসনের সাংসদ) বাঁচাবে, দেখব কত দিন বাঁচাতে পারবে বলে হুমকি দিতে থাকেন। এ সময় ওই ব্যক্তি নোয়াখালী জজকোর্টের সামনে অবস্থান করছেন দাবি করে মাহবুবকে ওই স্থানে যেতে বলেন। এরপর মাহবুব একাধিকবার ওই ব্যক্তির নাম পরিচয় জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে সপরিবারের মাহবুবকে হত্যার হুমকি দেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































