• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

লড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৬:৫০ পিএম
লড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

ফরিদপুরের সালথা উপজেলায় ইটভর্তি লড়ির ধাক্কায় মহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার ফুকরা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুল উপজেলার ফুকরা গ্রামের উসমান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, ফুকরা বাজার এলাকায় ইটভর্তি লড়ির সঙ্গে ভ্যানের ধাক্কা লেগে মহিদুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আকতার বলেন, “গুরুতর আহত মহিদুলকে আমার গাড়িতে করেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।”

 
 

Link copied!