• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

লকডাউন শেষে রাস্তায় নামতে প্রস্তুত যানবাহন


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০৮:৪২ পিএম
লকডাউন শেষে রাস্তায় নামতে প্রস্তুত যানবাহন

টানা কঠোর লকডাউনের পর পরিবহন চলাচলের অনুমতি মেলায় পাবনার মোটর মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।

পরিবহন চলাচলের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে মালিক-শ্রমিকরা। শুরু হয়েছে টিকিট বিক্রি। সরকারি বিধিনিষেধ মেনেই তারা বাস পরিচালনা করবেন বলে জানিয়েছেন।

সরকারি বিধি মেনে যানবাহন পরিচালনার লক্ষ্যে মঙ্গলবার (১০ আগস্ট) জেলা প্রশাসনের সঙ্গে জেলা মোটর মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক হয়েছে।

জেলা মোটর মালিক গ্রুপ সূত্র জানায়, জেলাতে ২৫০টি ঢাকাগামী দূরপাল্লার কোচ এবং দুই শতাধিক লোকাল ও আঞ্চলিক রুটের বাস রয়েছে। সরকারি বিধি মেনে এর অর্ধেক যানবাহন রাস্তায় চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে।

পাবনা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক, পাবনা এক্সপ্রেসের স্বত্বাধিকারী আবুল এহসান রেয়ন বলেন, সরকারি বিধি মেনে বুধবার (১১ আগস্ট) সকাল থেকে ঢাকাগামীসহ সব রুটের গাড়ি চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে যা যানবাহন আছে তার অর্ধেক চালানো যাবে। 

আবুল এহসান রেয়ন বলেন, মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সঙ্গে মোটর মালিক গ্রুপের বৈঠক হয়েছে। সেখানে সরকারি বিধি মেনে গাড়ি চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার রাত থেকেই কিছু গাড়ি ঢাকার দিকে ছেড়ে যাবে। 

পাবনার অমি ট্রাভেলসের স্বত্বাধিকারী বিনয় চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা পেয়ে গাড়ি চলাচলের প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে গাড়ি ধোয়ামোছার কাজ শেষ করা হয়েছে। চালক হেলপাররাও প্রস্তুতি নিয়েছেন। বুধবার সকাল থেকেই গাড়ি চলাচল শুরু হবে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেন জানান, লকডাউনের কারণে মোটর মালিক ও শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত। তবে গাড়ি চলাচলের অনুমতি দেওয়ায় আমাদের মধ্যে স্বস্তি ফিরেছে। আমরা চাই আর যেন লকডাউনের কবলে পড়তে না হয়।

আজ দুপুরে পাবনা এক্সপ্রেস, সরকার ট্রাভেলস, সি-লাইন, শাহজাদপুর ট্রাভেলস, শ্যামলী পরিবহনসহ বেশ কয়েকটি টিকিট কাউন্টার ঘুরে দেখা যায়, আগের দামেই তারা টিকিট বিক্রি করছেন।

পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, ইতোমধ্যে আমরা মোটর মালিক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের সরকারি বিধিনিষেধ সম্পর্কে জানিয়েছি। আশা করি তারা সরকারের বিধিনিষেধ মেনে গাড়ি পরিচালনা করবেন। তাদের গাড়ির তালিকা অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!