• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

লকডাউনে বিয়ের আয়োজন করায় জরিমানা


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৯:০৭ এএম
লকডাউনে বিয়ের আয়োজন করায় জরিমানা

সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের শাহাপুর গ্রামে লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় বরের পরিবারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ আগস্ট) দুপুরে শাহপুর গ্রামের গফুর মহালদারের ছেলে শাহিনুর মহালদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান।

তালা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তালা উপজেলার শাহাপুর গ্রামের একটি বাড়িতে বিয়ের আয়োজন চলছে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায়, আত্মীয়স্বজনদের খাওয়া-দাওয়ার জন্য রান্নার আয়োজন চলছে। প্রাথমিকভাবে ছেলেমেয়ের বয়স ঠিক থাকলেও লকডাউন চলাকালীন সরকারি আইন অমান্য করে বড় পরিসরে বিয়ের আয়োজন করার কারণে ভ্রাম্যমাণ আদালত ছেলের পরিবারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Link copied!