• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

রোহিঙ্গা ক্যাম্পের আরসা নেতার সহযোগী আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৯:৪২ এএম
রোহিঙ্গা ক্যাম্পের আরসা নেতার সহযোগী আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের কথিত আরসা নেতা রহিম মাস্টারের সহযোগী নবী হোসেনকে (২৪) আটক করেছে ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে অস্ত্রসহ আটক করা হয়। আটক নবী হোসেন কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মৃত আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে  “বি” ব্লকের একটি সেলুন থেকে নবী হোসেনকে আটক করা হয়। ৪-৫ জন সহ তারা রোহিঙ্গা ক্যাম্পে ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন। এসময় আটক নবী হোসেন পুলিশকে লক্ষ্য করে ছুরিকাঘাত করলে পুলিশের একজন সদস্য আহত হন।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক নাঈম উল হক জানান, এ বিষয়ে উখিয়া থানায় আইনি প্রক্রিয়া চলমান।

Link copied!