• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

রংপুর বিভাগে করোনায় মৃত্যু ১৮, শনাক্ত ৫০২


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০৮:২০ পিএম
রংপুর বিভাগে করোনায় মৃত্যু ১৮, শনাক্ত ৫০২

রংপুর বিভাগের গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটট পর্যন্ত) করোনায় মারা গেছেন ১৮ জন এবং শনাক্ত হয়েছেন ৫০২ জন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এসব তথ্য জানান।

মো. মোতাহারুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রংপুরে ১৩৯, পঞ্চগড়ে ৪৭, নীলফামারী ৪৪, লালমনিরহাট ২১, কুড়িগ্রামে ৬৫, ঠাকুরগাঁওয়ে ৭৪, দিনাজপুরে ৭২ ও গাইবান্ধায় ৪০ জন।

এছাড়া হোম কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ৩৮৪, আইসোলেশনে ৫০২ জন। আর এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, রংপুর সাত, পঞ্চগড়ে দুই, লালমনিরহাট এক, ঠাকুরগাঁও চার, দিনাজপুরে তিন ও গাইবান্ধায় একজন। এই ২৪ ঘণ্টায় বিভাগে করোনা সংক্রমণের গড় হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৪৪ শতাংশে।

গত বছরের ১০ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ নিয়ে গোটা বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৯৮৮, সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৫০৯। করোনায় অকালে মৃত্যু হয়েছে ৯৯৬ জনের।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!