• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০১:১০ পিএম
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যার অভিযোগে শফিকুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

নিহত গৃহবধূর নাম সোনালী খাতুন (২২)। তিনি কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের নগরসাওতা গ্রামের পূর্বপাড়ার আনিস উদ্দিনের বড় মেয়ে। অভিযুক্ত শফিকুল ইসলাম কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সুন্দাগ্রামের সিরাজ আলীর ছেলে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কুষ্টিয়া সদর হাসপাতালে সোনালীকে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় সোনালী খাতুনকে মারধর করতেন শফিকুল। সোনালীর বাবা মেয়ের সুখের কথা ভেবে বহুবার জামায়ের যৌতুকের দাবি পূরণ করেন। সর্বশেষ যৌতুকের টাকা না পেয়ে শুক্রবার রাতে সোনালীকে নির্মম নির্যাতন করেন শফিকুল।

শনিবার ভোরে স্থানীয়রা সোনালীকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, যৌতুক না পেয়ে সোনালী খাতুন নামের একজনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত স্বামী শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

Link copied!