• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২, ৩০ শাওয়াল ১৪৪৬

যুবদল নেতা হত্যার ঘটনায় মামলা


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৬:৪২ পিএম
যুবদল নেতা হত্যার ঘটনায় মামলা

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলী আকবর হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে নিহত যুবদল নেতার স্ত্রী হাসী খাতুন বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেন। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নবীদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগেন, ছাত্রলীগকর্মী প্রতিক, স্বাধীন, মফিজ মোল্লা, হেলাল ও লিটন।

গত ২ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজারে যুবদল নেতা আলী আকবরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

Link copied!