• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মেসেঞ্জারে যৌন হয়রানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০৭:৫২ পিএম
মেসেঞ্জারে যৌন হয়রানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মাদারীপুরের নবঘোষিত ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের মেসেঞ্জারে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় সোমবার রাতে সাধারণ ডায়েরি (জিডি) করে ভুক্তভোগী এক শিক্ষার্থী।

অভিযুক্ত শিক্ষকের নাম শ্রীবাস হীরা। তিনি অত্র কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক। 

অভিযোগকারী এবং পুলিশ সূত্রে জানা যায়, শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালযয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক শ্রীবাস হীরা দীর্ঘদিন ধরে ফেসবুক মেসেঞ্জারে তার কলেজের বিভিন্ন ছাত্রীদের অশ্লীল এসএমএস পাঠিয়ে উত্ত্যক্ত করে আসছেন। 

বিষয়টি প্রথমত সামনে না এলেও একাধিক ছাত্রী হয়রানির শিকার হওয়ার পরে তা প্রকাশ পায়। অভিযুক্ত শিক্ষক প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না।

সম্প্রতি একজন ছাত্রীর সঙ্গে অভিযুক্ত শিক্ষকের মেসেঞ্জারের কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এ বিষয়ে সোমবার রাতে জিডি করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

এ বিষয়ে শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ বলেন, “শিগগিরই আমরা এ বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগী এক ছাত্রীর সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।'

অভিযুক্ত শিক্ষক শ্রীবাস হীরাকে একাধিকবার তার মুঠোফোনে কল দেওয়ার পরেও তিনি রিসিভ করেননি।

Link copied!