জয়পুরহাটে মানসিক ভারসাম্যহীন এক নারীর (৩৫) জন্ম দেওয়া কন্যা সন্তানটির মৃত্যু হয়েছে। রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালে ভর্তির পাঁচ ঘণ্টা পর হাসপাতালের শিশু কেয়ার ইউনিটে নবজাতকটির মৃত্যু হয়।
সোমবার (২২ নভেম্বর) সকালে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খন্দকার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বোববার বিকেলে সদর উপজেলার কোমরগ্রাম কুমড়াপাড়া এলাকায় রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন ওই নারীর প্রসব বেদনা উঠলে তিনি চিৎকার করতে থাকেন। তাৎক্ষণিক স্থানীয় নারীরা সেখানেই তার সন্তান প্রসবের ব্যবস্থা করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারী ও নবজাতককে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়। সন্তানের জন্ম দেওয়া ওই নারীর প্রকৃত নাম-পরিচয় কেউ জানাতে পারেনি।
ডা. খন্দকার মিজানুর রহমান বলেন, শিশুটি জন্ম নেওয়ার পরপরই কিছু চিকিৎসা ও যত্ন নেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু হাসপাতালে আনতে সময় লেগেছিল। বাচ্চাটির ওজন এক কেজি দুইশ গ্রাম ছিল। নবজাতকটি হাসপাতালের শিশু কেয়ার ইউনিটে চিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায়।
জয়পুরহাট থানার উপপরিদর্শক (এসআই) পুলক সরকার জানান, ঘটনাস্থল থেকে মানসিক ভারসাম্যহীন ওই নারী ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু নবজাতকটি মারা যায়। ওই নারীকে নাম জিজ্ঞেস করলে হেনা নাম বলেছে। কিন্তু এটিই তার প্রকৃত নাম কিনা সেটা বলা যাচ্ছে না। পরবর্তীতে বাচ্চার দাফন ও ওই নারীর বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।
 
 
                
              
 
																                   
                                                         
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































