চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে জেলার আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
তারা হলো মোড়ভাঙ্গা গ্রামের মহির উদ্দিনের ছেলে টিটন আহম্মেদ (২৭) ও সাইদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩০)।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পে কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মোড়ভাঙ্গা এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন সংবাদ পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। আইন-শংঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করে র্যাব। এ সময় এদের কাছ ১৮০ পিস ইয়াবা, মোবাইল, দুটি সিম কার্ড এবং প্রায় ১০ হাজার টাকা। তাদের আলমডাঙ্গা থানায় হস্তান্তর করেছে র্যাব। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।