• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

মাদকসহ গ্রেপ্তার ২


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৩:২০ পিএম
মাদকসহ গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে জেলার আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

তারা হলো মোড়ভাঙ্গা গ্রামের মহির উদ্দিনের ছেলে টিটন আহম্মেদ (২৭) ও সাইদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩০)। 

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পে কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে মোড়ভাঙ্গা এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। আইন-শংঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করে র‌্যাব। এ সময় এদের কাছ ১৮০ পিস ইয়াবা, মোবাইল, দুটি সিম কার্ড এবং প্রায় ১০ হাজার টাকা। তাদের আলমডাঙ্গা থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
 

Link copied!