সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে।
রোববার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার শেরপুর নতুন বাজারস্থ ইউনুছ ম্যানশনে অবস্থিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথে ডাকাতির এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুথের নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের বুথ থেকে টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। বুথ থেকে ২৪ লাখ টাকা ২৫ হাজার ৪০০ টাকা লুটে নেওয়া হয়েছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক আশরাফুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শেরপুরের ইউনুছ ম্যানশনের দ্বিতীয় তলায় ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের শাখা ও ব্যাংকটির একটি ফাস্ট ট্র্যাক এটিএম বুথ রয়েছে। ওই বুথ থেকেই টাকা লুট করা হয়েছে।
ব্যাংকের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনা তদন্তে মাঠে নেমেছে বলে জানান ওসি।