• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ের আসরে কনেপক্ষের হামলা, নিহত ১


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ১০:২০ এএম
বিয়ের আসরে কনেপক্ষের হামলা, নিহত ১

কক্সবাজারে পরিবারের অমতে বিয়ে করায় বিয়ের অনুষ্ঠানে কনেপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকে এ ঘটনা ঘটে বলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. শিহাব কায়সার খান।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ বেলাল (৪০)। তিনি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকের বাসিন্দা আবু বক্করের ছেলে।

আহতরা হলেন উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা মো. ইউনুস (৪৫), মো. আইয়ুব (৩৫), মো. উমর (৯), সিরাজুল ইসলাম (৩৫), মোহাম্মদ আইয়ুব (২৭), আব্দুর রহমান (৫২), হারেসুর রহমান (২০) ও আনোয়ার সাদেক (২১)।

এদিকে এ ঘটনায় কনের ভাই হারেসুর রহমান ও চাচাতো ভাই আনোয়ার সাদেককে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার শিহাব কায়সার বলেন, উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকের মো. ইদ্রিসের সঙ্গে একই ক্যাম্পের খালেদা বিবির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এ সম্পর্ক মেনে নেয়নি মেয়ের পরিবার। এ পরিপ্রেক্ষিতে খালেদা বিবি প্রেমিকের বাতিতে চলে যান। শনিবার রাতে প্রেমিক মো. ইউনুসের বাড়িতে তাদের বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে এ ঘটনা ক্ষুব্ধ হয়ে কনের স্বজনরা বিয়ের অনুষ্ঠানে হামলা চালায় ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের ৯ জন আহত হন। আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ বেলাল নামের একজনকে মৃত ঘোষণা করেন।

Link copied!