নাটোরের নলডাঙ্গার বিল থেকে মিলন হোসেন রতন (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিলন হোসেন উপজেলার সরকুতিয়া গ্রামের জেকের আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, রোববার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার সরকুতিয়া গ্রামের মিলন ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল খেলা দেখার জন্য সরকুতিয়ার কান্দার ব্রিজে বসে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ ওই ব্রিজ থেকে বিলের পানিতে পড়ে নিখোঁজ হন। পরে সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে রতনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ পানি থেকে মরদেহটি উদ্ধার করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মিলন হোসেন রতনের লাশ ভোরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































