• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৯:৩২ পিএম
বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

‘স্মার্ট ফোনে আসক্তি; পড়াশোনার ক্ষতি’ এই প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং  বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) থেকে দুদিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া।

বিজ্ঞান মেলা উদ্বোধনের পর সদর উপজেলা চত্বরে এদিন সকাল ১০টায় সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এএইচএম শামীমুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার বক্তব্যে বলেন, “সত্যেন বোস, জগদীশ চন্দ্র বসু, এম এ ওয়াজেদ মিয়া এদের মত বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে তুলে ধরতে হলে স্মার্ট ফোনের আসক্তি থেকে দূরে থেকে গবেষণা আর বিজ্ঞান চর্চা করতে হবে।”

মেলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা ২০টি স্টলের মাধ্যমে দর্শনার্থীদের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!