• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

বিআরটিসি বাসের চাপায় বাবা-ছেলে নিহত


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ১২:১০ পিএম
বিআরটিসি বাসের চাপায় বাবা-ছেলে নিহত

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় বিআরটিসি বাসের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দেওপাড়া ইউনিয়নের বাঁশলীতলায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সাজু মিয়া (৪০) এবং তার ছেলে আব্দুল্লাহ আলিফ (১২)।

সাজু মিয়া একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। আব্দুল্লাহ আলিফ রাজাবাড়ী হাট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন সাজু মিয়া। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে দুজনেই ঘটনাস্থলেই নিহত হন।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। পরে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!