বরিশাল শহরের প্রবেশদ্বার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন স্কুলছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে সেতুর পূর্ব প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের ছেলে সিয়াম, জয়দেব দাসের ছেলে চয়ন দাস এবং রঙ্গশ্রী ইউনিয়নের নজরুল ইসলাম হাওলাদারের রাব্বি।
পুলিশ জানায়, নিহতরা বাকেরগঞ্জ জেএসইউ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
নিহতদের সহপাঠীরা জানায়, বিকেলে ৬টি মোটরসাইকেলে করে ১৮ জন বরিশালে ঘুরতে আসেন। শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে ওঠার সময় মোটরসাইকেলটি রাতুল-রোহান পরিবহনের একটি বাসকে পাশ কাটিয়ে যায়। বিপরীত দিক থেকে আরও একটি বাস আসায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা বাসে চাপা পড়ে মোটরসাইকেলটি।
গুরুতর আহত অবস্থায় হয় মোটরসাইকেলে থাকা তিন ছাত্রকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মাহাতাব হোসেন সিয়াম ও চয়নকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসা চলাকালে রাত ৯টার দিকে রাব্বির মৃত্যু হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পরে রূপাতলী বাস মালিক সমিতির রাতুল-রোহান পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পলাতক।
মরদেহ ৩টি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।