একটি চাকরি বড় দরকার, তাই সার্টিফিকেটের ফাইল হাতে ইন্টারভিউ দিতে ছুটছিলেন মো. জুয়েল রানা (২৮)। কিন্তু বাসের চাপায় পথেই প্রাণ হারিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জে উপজেলার চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জুয়েল শুভাঢ্যা উত্তর পাড়ার মো. বাবুল মিয়ার ছেলে।
জুয়েলের শিক্ষক মো. সোহেল জানান, “জুয়েল বাড়ি থেকে চাকরির ইন্টারভিউ দিতে বের হয়েছিলেন। দ্রুত রাস্তা পার হওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যান। তৎক্ষণিক দ্রুতগামী একটি বাস তাকে চায় দেয়। বাসটি আটক করা সম্ভব হয়নি।