বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সব পদের প্রার্থীরা। তারা চষে বেড়াচ্ছে নির্বাচনি এলাকা এবং ভোটাদের বাড়ি। বলছে নানান সুবিধার কথা। ভোটারা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন বলে মনে করছেন প্রার্থীরা।
এখন দেখার বিষয় আগামীকাল বুধাবার কে বিজয়ের হাসি হাসে।
বোরহান সিরাজ পরিষদের সভাপতি পদে ভোট চেয়ে প্রধান যন্ত্র প্রকৌশলী (পূর্ব) মো. বোরহান উদ্দিন বলেন, “কথায় ফুলঝুড়ি বা মিথ্যা নির্বাচনী আশ্বাসও নয় সেবার উদ্দেশ্যে নির্বাচন করছি।”
সোসাইটি ভূমি জটিলতা, পানির সমস্যা, বজ্র ব্যবস্থা উন্নত করা, ড্রেনেজ ব্যবস্থা আরও ভালো করে সমস্যা বিহীন একটি আদর্শ সোসাইটি হিসেবে রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি উপহার দেওয়া ঘোষাণা দেন।
তাছাড়া পর্যায়ক্রমে রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে সোসাইটির সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করার উদ্যোগ গ্রহণ করবেন এই পরিষদ বলেন জানান সিএসই বোরহান উদ্দিন।
 
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































