জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে দাদা-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো সুন্দর আলী (৬৫) ও তার নাতি রফিক মিয়া (১৪) এবং মোফাজ্জল হোসেনের ছেলে মোশাররফ (৪৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে কৃষি কাজ করতে ছিলেন সুন্দর আলী ও তার নাতি রফিক মিয়া। এমন সময় হঠাৎ করে বৃষ্টি নামে। এক পর্যায়ে বজ্রপাতে হলে ঘটনাস্থলে নিহত হন সুন্দর আলী। এ সময় গুরুতর আহত হয় রফিক মিয়া এবং মোশারফ। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রফিক মিয়াকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য মোশারফকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পথিকের মোশারফ মারা যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামিমা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































