• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

পাবনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৫০


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৪:৩৫ পিএম
পাবনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৫০

পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১১ আগস্ট) দুপুর থেকে বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর পর্যন্ত তারা মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৬৭ জন রোগী ভর্তি রয়েছে। একদিনে হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছেন দুইজন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্তে দুইজন মারা গেছেন।  

উপসর্গে মৃতরা হলেন- শহরের আরিফুপুর এলাকার মৃত মোবারকের স্ত্রী আকলিমা আক্তার (৭০), চাটমোহরের তায়েফ আলীর ছেলে মোজাহার আলী (৬২)।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে মারা যাওয়া দুইজনের জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনার ৩৪৭ জনের নমুনায় ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ। এক লাখ ৪০ হাজার ৫১৮ জনের প্রাপ্ত ফলাফলে মোট শনাক্ত হয়েছে ১১ হাজার ১০৪ জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৭ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ১৭৫ জন। প্রায় চার শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণের হার ৭ দশমিক ০৯ শতাংশ। সুস্থ্যতার হার ৮২ দশমিক ৬৩ শতাংশ।

Link copied!