দুই জেলায় পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। তাদের মধ্যে দুইজন হলো পঞ্চগড়ের এবং একজন রাজবাড়ীর। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
পঞ্চগড়
বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে কুলসুম (৩) এবং আল মইন (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বদেশ্বরী মাঝাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কুলসুম উপজেলার বদেশ্বরী মাঝাপাড়া গ্রামের কদম আলীর মেয়ে এবং আল মইন টেপরিগঞ্জ ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, কুলসুম ও আল মইন বাড়ির আঙিনায় খেলা করছিল। একসময় সবার অজান্তে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
পরে কুলসুমের বাবা কদম আলী তাদের দুইজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেন। স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজবাড়ী
পাংশা উপজেলায় পানিতে ডুবে সামিরা সাম নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সামিরা বালিয়াপাড়া গ্রামের সামাদ মণ্ডলের মেয়ে।
সামিরার পরিবার সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে বৃষ্টি নামায় বাড়ির চারপাশে পানি জমে থাকে। সকালে সামিরা কয়েকজনের সঙ্গে খেলাধুলা করছিল। খেলতে খেলতে বাড়ির পাশে জমে থাকা পানিতে পরে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




































