• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

‘নৌকায় ভোট না দিলে মসজিদে নামাজ পড়তে দেওয়া হবে না’


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ১০:১৯ এএম
‘নৌকায় ভোট না দিলে মসজিদে নামাজ পড়তে দেওয়া হবে না’

নৌকায় ভোট না দিলে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম।

সোমবার (১ নভেম্বর) রাতে হলদিয়াপালং ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের মনির মার্কেট এলাকায় নৌকার প্রচারণার অফিস উদ্বোধনকালে চেয়ারম্যান প্রার্থী এ কথা বলেন। 

শাহ আলম বলেন, “যারা যারা নৌকায় ভোট দেবে না, তাদের চিহ্নিত করে রাখা হবে। তাদের কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না। এটা আমার কবরস্থান। সোজা কথা আমার কবরস্থানে তাদের কবর দিতে দেওয়া হবে না। তাদেরকে চৌধুরীপাড়া নিয়ে কবর দিতে হবে। এমনকি তাদের মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না।”

ওই নেতা আরও বলেন, “পাড়ার মসজিদ এবং কবরস্থান আমার ব্যক্তিগত জমিতে করা হয়েছে। আমার বিরোধিতা যারা করবে, তাদের স্থান এখানে হবে না।”

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কোটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছিদ্দিক প্রমুখ।

Link copied!