• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

নৌকাডুবি: নিখোঁজ আরও একজনের লাশ উদ্ধার


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৫:২২ পিএম
নৌকাডুবি: নিখোঁজ আরও একজনের লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার উরাহাটি গ্রামের ত্রিমোহনী সংলগ্ন খিরু নদী থেকে অমিত রায় নামের ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)।

নৌকাডুবে এনিয়ে দুইজনের লাশ উদ্ধার করা হলো।

উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ চিকিৎসকের একটি দল মঙ্গলবার (১৭ আগস্ট) একটি নৌকা ভাড়া করে খিরু নদীতে ঘুরতে যান। রাত সাড়ে ৮টার দিকে ফেরার পথে একটি বালুবোঝাই ট্রলারের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

আবুল কালাম আজাদ আরও বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা অনেককে উদ্ধার করেন। কয়েকজন সাঁতার দিয়ে তীরে উঠে আসেন। আরএমও অমিত রায় ও তানভীরকে তখন পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরিদল রাত সোয়া ১২টার দিকে তানভীরে লাশ উদ্ধার করে। এরপর বুধবার দুপুরে পাওয়া যায় অমিতের মরদেহ।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন।

Link copied!