• ঢাকা
  • সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

নিখোঁজ নৌকাচালকের লাশ উদ্ধার


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৫:৪০ পিএম
নিখোঁজ নৌকাচালকের লাশ উদ্ধার

নাটোরের সিংড়ায় নিখোঁজের এক দিন পর আরজু নামের (৩০) এক নৌকাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৮ আগস্ট) সকালে গুরুদাসপুর উপজেলার বিলসা এলাকা তার ভাসমান লাশ পাওয়া যায়।

আরজু উপজেলার আনন্দনগর গ্রামের কদম আলীর ছেলে। 

গ্রামবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার বিলদহর ঘাট থেকে যাত্রীসহ নৌকা নিয়ে বের হন আরজু। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজ-খবর নিতে থাকেন। আজ দুপুর ২টার দিকে গুরুদাসপুরের হরদমা এলাকা থেকে রক্তমাখা নৌকা উদ্ধার করা হয়। অনেকের ধারণা তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

আরজুর স্ত্রী বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আরজুর সঙ্গে ফোনে কথা হয়েছিল, আরজু জানায় গুরুদাসপুরের বিলসা এলাকায় আছে। রাত ৯টা থেকে ফোন বন্ধ পাই। তারপর থেকে যোগাযোগ বিছিন্ন।”

সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আকতার বলেন, “নৌকা চালক আরজুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সিআইডির ক্রাইম টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!