বাংলাদেশ ছাত্রলীগ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শাখার দুই সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া সংগঠনের কার্যক্রম গতিশীল করতে নতুন কমিটি গঠন করা হবে। এ জন্য পদ প্রত্যাশীদের আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে জেলা শাখার দপ্তর সেলে জীবন বৃত্তান্ত জমা দিতে হবে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ছাত্রলীগের নালিতাবাড়ী উপজেলা কমিটি বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই কমিটি এক বছর মেয়াদী ছিল। আজ শুক্রবার এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
পূর্বের কমিটি কেন দুই সদস্য বিশিষ্ট ছিল এমন প্রশ্নে তিনি জানান, ওই কমিটি গঠনের বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের অনুমতি দেওয়ার পরও পরবর্তীতে তারা পূর্ণাঙ্গ তালিকা দিতে পারেনি। এ কারণে ওই কমিটি দুই সদস্য বিশিষ্ট ছিল।
এছাড়া সাংগঠনিক দুর্বলতা ও গেল বছর দেশে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় লকডাউন থাকায় আগের কমিটির সভাপতি-সম্পাদক পূর্ণাঙ্গ তালিকা দিতে পারেনি বলে তিনি মনে করেন।
রেজাউল করিম আরও জানান, এবার দ্রুত সময়ের মধ্যে আংশিক কমিটি দেয়া হবে। সেই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্তদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে।