• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

ধানের ট্রাক উল্টে নিহত ২


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০২:৫৯ পিএম
ধানের ট্রাক উল্টে নিহত ২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা আঞ্চলিক সড়কের ধানের ট্রাক উল্টে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাশুরিয়া গ্রামের তানুক আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ও একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাবর (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে উপজেলার জামিরতা গ্রাম থেকে অর্ধশত শ্রমিক ধান কাটার জন্য রাজশাহীর উদ্দেশে রওনা দেন। ট্রাকিটি জামিরতা গ্রামে পৌঁছালে উল্টে যায়। এ সময় অনেকে আহত হন। এদের মধ্যে মুমূর্ষু অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধার করে।

Link copied!