• ঢাকা
  • সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

ঢল দেখতে গিয়ে ঢলে নিখোঁজ দুই ভাই 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:৪৮ এএম
ঢল দেখতে গিয়ে ঢলে নিখোঁজ দুই ভাই 

সুনামগঞ্জের যাদুকাটা নদীতে ডুবে দুই ভাই নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৩০ জুন) সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার (২৯ জুন) মেরাজুল ইসলাম (৯) ও খাইরুল ইসলাম (৭) নামের ওই দুই ভাই নিখোঁজ হয়।

মেরাজুল ও খাইরুল জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

তবে ফায়ার সার্ভিসের ডুবুরিদল দিয়ে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করার জন্য নদীতে অভিযান চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুন) বিকেলে যাদুকাটায় পাহাড়ি ঢল ছুটে। সেই ঢলে উপজেলার মিয়ারচর গ্রাম প্লাবিত হয়। ওই সময় মেরাজুল ইসলাম ও খাইরুল ইসলাম তাদের বসতবাড়ি সংলগ্ন যাদুকাটার তীরে বেঁধে রাখা ইঞ্জিনের নৌকায় উঠে ঢল দেখার জন্য। তখনি তারা নদীতে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে বিষয়টি থানায় জানানো হয়।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে শুরু হয় উদ্ধার অভিযান।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, “দুই শিশু নদীতে ডুবে নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর আমরা অভিযান শুরু করি। কিন্তু এখনো তাদের খোঁজ পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!