• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০৫:০৪ পিএম
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫

জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ জুলাই) রাত ১২টার দিকে তাদের আটক করা হয়। এসময় অ্যাম্বুলেন্স ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।  

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, সদর উপজেলার পাকারমাথা নামক এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পাঁচজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে রামদা, চাইনিজ কুড়াল, লোহার চাপাতি, ৩টি ধারালো ছুরি, লাইলনের রশি, লোহার তৈরি পাইপ ও কাঠের লাঠি উদ্ধার করা হয়। এছাড়া স্বপ্ন এন্ড তুবা নামে একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ-১১-২১৪৮) ও ৬টি মোবাইল সেট উদ্ধার করা হয়। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!