• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০১:৫০ পিএম
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।  

রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় তিনি প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর পক্ষে অনার গার্ড প্রদান করা হয়। 

পরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল মুহম্মদ ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন, দলটির প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, মজিবুর রহমান চৌধুরী নিক্সন উপস্থিত ছিলেন। 

এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা জানানো হয়।

পরে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স উন্মুক্ত করে দেওয়া হয়।


 

Link copied!